Logo

অর্থনীতি    >>   কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল, পর্যটন ও বিদেশযাত্রায় বাড়বে সুবিধা

কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল, পর্যটন ও বিদেশযাত্রায় বাড়বে সুবিধা

কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল, পর্যটন ও বিদেশযাত্রায় বাড়বে সুবিধা

কক্সবাজার বিমানবন্দরে এখন থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচল করবে, যা সুবিধা বাড়াবে পর্যটক ও বিদেশগামীদের জন্য। এতদিন ফ্লাইট চলাচল সন্ধ্যা ৭টা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও রবিবার (২৭ অক্টোবর) থেকে এটি বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে। নতুন এই সময়সূচির ফলে ঢাকার যাত্রীরা সকালে কক্সবাজার গিয়ে সারাদিন সমুদ্রবিলাস শেষে রাতে ঢাকায় ফিরে আসতে পারবেন। পাশাপাশি, জেলার বিদেশগামীরাও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট ধরতে পারবেন, এতে তাদের যাতায়াত খরচও সাশ্রয় হবে।

প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে চারটি বিমান সংস্থার মোট ১৭-১৮টি ফ্লাইট যাতায়াত করে, যেখানে আকাশপথে এই যাত্রার সময় মাত্র এক ঘণ্টা। এতে রুটটি সবসময়ই ব্যস্ত থাকে।

অনেক যাত্রী জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল বেশ সুবিধাজনক, কারণ এতে দিনে কাজ শেষ করে রাতে ঢাকায় ফেরা সম্ভব। এভাবে হোটেলে থাকা-খাওয়ার খরচও সাশ্রয় হবে। পর্যটকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এতে এক দিনের ছুটিতে কক্সবাজার ঘুরে রাতেই ঢাকায় ফেরার সুযোগ থাকছে, যা নতুন পর্যটকদের আকৃষ্ট করতে পারে।

বেসরকারি বিমান সংস্থাগুলোর কর্মকর্তারাও রাতের ফ্লাইট সুবিধাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে পর্যটন সংশ্লিষ্টরা টিকিটের মূল্য নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়েছেন, যাতে আরও বেশি পর্যটক সুবিধাটি গ্রহণ করতে পারেন।